অদ্য ১২ ই সেপ্টেম্বর,২০২১ খ্রি, রোজ রবিবার দুপুর ১২ ঘটিকায় মৎস্য অধিদপ্তরের ২০২১-২২ অর্থ বছরের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ করা হয় । পোনা মাছ অবমুক্ত করা হয় নাইন্দা বিল ও পার্শ্ববর্তী প্লাবনভূমি, ঝাওয়া আশ্রায়ন প্রকল্পের পুকুর এবং উপজেল পরিষদ পুকুর,ছাতক।এতে উপস্থিত ছিলেন জনাব আহসান হাবীব, উপ পরিচালক, বিভাগীয় মৎস্য অধিদপ্তর,সিলেট বিভাগ, সিলেট, জনাব সুনীল মন্ডল, জেলা মৎস্য অফিসার, সুনামগঞ্জ, জনাব মামুনুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, ছাতক,সুনামগঞ্জ, জনাব প্রশান্ত দে, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, ছাতক,সুনামগঞ্জ সহ অত্র বিলের ইজারা প্রাপ্ত সমিতির সভাপতি সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। পোনা মাছ অবমুক্ত কার্যক্রমের আওতায় দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত করা হয় সর্বমোট ৩৭৪ কেজি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস