শিরোনাম
আন্ধারগাও গ্রামের প্রান্তিক মৎস্যচাষি এবং উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো দেশীয় প্রজাতির মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ
বিস্তারিত
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অগ্রগতি এবং দেশের মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন এর লক্ষ্যকে সামনে রেখে অদ্য ২৬ জানুয়ারী, ২০২১ খ্রিঃ তারিখে আন্ধারগাও গ্রামে আয়োজন করা হয় দেশীয় প্রজাতির মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা মৎস্য অফিসার জনাব মোঃআবুল কালাম আজাদ মহোদয়। প্রধান অতিথি আধুনিক পদ্ধতিতে মাছ চাষের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যাদি এবং দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণে সমাজের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের মাছ চাষের গুরুত্ব এবং উক্ত পেশায় নিয়োজিত হওয়ার জন্য অনুপ্রেরণাও দেয়া হয়।এতে আরো উপস্থিত ছিলেন জনাব প্রশান্ত দে(সিনিয়র উপজেলা মৎস্য অফিসার,ছাতক), জনাব মাসুদ জামান খান(সহকারী মৎস্য অফিসার), ক্ষেত্র সহকারী সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।